‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আজ জেলায় মুখ্যমন্ত্রী
খেতমজুর
উজ্জ্বল সংঘের ধারে
চারিদিক ঘিরে
আছে অনেক ঘর
খেতের পর খেত ঘিরে
রয়েছে খেতমজুর
আর তাদের সংসার সব
শতশত বছর ধরে
আছে খেতে পড়ে,
খেতের ধুলো তাদের ভিটামিন
খেতের শস্যভাণ্ডার
তাদের আহার॥
ছোট থেকে হয়েছে বড়
খেতই তাদের সোনা
এছাড়া জীবন চলে না।
এতদিন তারা ছিলো সুখে,
আজ সব বৃথা
খেতের বুকে ব্যথা!
খেতের ক্ষতে দগদগে ঘা
ইট পাথর বোনা!
খেত যায় না চেনা।।
খেতমজুররা অঝোরে কাঁদে
সহ্য করতে পারে না
খেতের বুকে যন্ত্রণা
সবুজ খেতে মাটি চাপা
অকাল মৃত্যুখেতের
জীবন প্রত্যয় আঘাতের॥
তবু অসম্ভব সব জেদ
দীপারা মাথা নত করে না
তারা করবেও না।।
নিষ্ঠুর রাজক্ষমতার শোষকদের
ধ্বংস করে ভাতের হাঁড়ি
গড়বে তারা ধনীর গাড়ি।।
খেতমজুররা তাতে পড়বে চাপা
রাজা লুটবে টাকা
শ্রমের দাম ফাঁকা।।
তাপসী জীবন্ত দগ্ধ হলো
দীপার ঘরে শূন্যতা
তবুও নত নয় জনতা।।
বন্দুক নিয়ে পাহারাদার বসে
পাছে কেউ জমিতে আসে
বহিরাগত গুন্ডা খেতে হাসে।।
খেতমজুরদের তৃষ্ণায় চাতক হাসে
বহিরাগতরা জমিতে বসে
ছিল শকুন হা-হা-কাশে।।
কী সুন্দর ধনীপাষণ্ডদের
হৃদয়হীন ব্যবহার—
চাবুক ক্ষমতার উপহার
কার খেতে কারা দখল নিচ্ছে
মাটিকে রসাতলে পাঠিয়ে
খেতমজুর চলছে অনাহারে।।
অভাবের তাড়নায় খেতপাখিরা মরে
আর কেউ পয়সা লুঠছে ঘরে
কবে আসবে সেদিন, শেষের তরে।।
অপেক্ষায় আছে লাঙল কাস্তে
জঙ ধরলে হবে আরও ধারালো
লোহা গরম হলে জ্বলে ভালো।।