‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ওরা স্বাধীনতা দিবসের তারিখটাও বদলাতে চাইছে
জয় বাংলা
তুমি “চাঁদ”?
না, তুমি একটা জ্বলন্ত আগুনের ঢেলা?
দূরের আকাশ থেকে এমন করে ডানা মেলছিলে…!
মনে হলো যেন—আগুনের পাখি
এগিয়ে আসছে আমার আঁখি বরাবর।
হঠাৎ দেখলাম, ভাবলাম,
পরক্ষণেই মনে হলো—না,
এটা সত্যিই আকাশের চাঁদ।
যেন নবরূপে, নবপ্রাণে আবির্ভূত।
তবে কি সদ্য তোমার সকাল হয়েছে?
সদ্য ঘুম থেকে “ফুটন্ত সকালের উজ্জ্বলিত কন্যা”
তোমার এ রূপের ছটা বেরিয়েছে?
অথবা খুব রেগে আছো?
আমাদের মাটির পৃথিবীর ওপর?
তাই রাগে গর্জাতে গর্জাতে
তেড়ে বৃষ্টি মেলেছো আমাদের দিকে
যেন তোমার তেজে
অপছন্দের মানুষগুলো ভস্ম হয়ে যায়?
বুঝলাম না কোনটা ঠিক?
আর
কোনটা বেঠিক।
তবে চলতে চলতেই কলমটা
তোমার দিকে আবার তাকালো
দেখলো, লাল আগুনের রঙটা
হঠাৎ আবার একেবারে সাদা হয়ে গেছে।
তবে কি আমাদের চোখে যেমন ‘জয় বাংলা’ হলে চোখটা লাল
হয়ে যায়,
লাল হয়ে যায় জল পড়লে, ধুলো বালি পড়লে,
তেমন তোমার চোখে কিছুক্ষণের জন্য আমাদের মতো ‘জয় বাংলা’
হয়নি তো?