‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
নিশীথ রাত
নিশীথ রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে থাকে
দেখতে আমার খুব ভালো লাগে
মনে হয় কত সুখী।
আর অন্ধকারের ভয়াবহ রাতে
আমার ভালো লাগে পথ পেরোতে
মনে হয় একটু দেখি।
সবাই যখন ঘুমিয়ে থাকে
পাখির আওয়াজ নিস্তব্ধ থাকে
রাস্তা থাকে জনমানবহীন।
মাইলের পর মাইল পেরিয়ে
অন্ধকার দুচোখ দিয়ে
মনে হয় নিজেকে বড় স্বাধীন
এই তো হল আসল পথ
আঁধার দেখাবে নূতন জগৎ
এটাই জীবনের আশা
আমি ভালোবাসি নিশীথ রাত
ঘণ্টার পর ঘণ্টা করে অতিক্রম পথ
দেখি সূর্যোদয়ের আলো।
প্রত্যুষে উঠে কেউ কাজে ছোটে
কেউবা আবার নূতন জোট বাঁধে
দেখতে লাগে ভালো।
আলোর জগৎ তো সবাই দেখে
সূর্যালোকের মধ্য দিয়ে
নিশীথ কি কেউ দেখে?
যারা দেখে তারা জানে
আঁধারের পথ তাদের টানে
যাদের নেই কোনো পিছুটান
যারা নিজেদের হারাতে চায়
জীবনে তাদের ঝুঁকি নিতে হয়
তাই নিশুত রাতের অন্ধকারে
কেউ ডুবে থাকে স্বপ্নের ঘোরে
কেউ বা নেয় বিশ্রাম।
আমার মনে হয় এটাই জীবন
এটাই বড় আশ্রম।।