‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বইমেলা কথকতা ২০২৫
যবনিকা
কাব্যের প্রথম স্রোতেই নিস্পন্দের স্পন্দন শুরু
স্পন্দিত মানবজীবনের বিয়োগান্ত নাটক
স্রোতের কল্লোলে লুক্কায়িত এক একটি
কল্লোলধ্বনি।
কাব্যের দ্বিতীয় স্রোতে মন্থর গতিপথ
রন্ধ্রে রন্ধ্রে নিস্তব্ধ উদাসীর হাওয়া
শ্রান্ত ঝড়ের বেগে ধূমায়িত অল্প
অল্প মেঘের ঘটা।
কাব্যের তৃতীয় স্রোতে পড়ন্ত বেলায়
অস্ত যাওয়া
ক্ষণিকের হাসিকান্নায় জাজ্জ্বল্যমান ধারায়
প্রবহমান দম্ভের যবনিকার তুলির
সমাপ্তি টান।।