দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
পৃথিবীর ক্যালেন্ডার
পৃথিবীর ক্যালেন্ডারে কি আধুনিকতার জঞ্জাল?
তাই যদি, তাহলে মলমাস কেন, লিপইয়ার কেন?
দিন বদলেছে, রাত বদলেছে
শহর বদলেছে, গ্রাম বদলেছে
মান বদলেছে, পরিমাণ বদলেছে
তাহলে সঠিক অর্থে পরিবর্তনের পটভূমিকা  থমকে আছে
কেন?
পৃথিবী যদি এতই আধুনিক হয়
তাহলে পৃথিবীর ক্যালেন্ডারে এত গোঁজামিল কেন
পরিবর্তন তো আধুনিকতার আলোকে উদ্ভাসিত পথ
তবে এই গোঁজামিলে দাও টেনে খিল
উদ্ভাসিত হোক নতুন সভ্যতা
নিয়ে আসুক পরিবর্তনের বারতা
নাসায় উদ্ভাসিত হোক তার নিজস্ব ক্যালেন্ডার
আমাদের জন্য হোক আবহাওয়ার সঙ্গে মানানসই
বাস্তবতার ক্যালেন্ডার।।

Latest article