‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বায়োকম্পিউটিংয়ে ব্যাকটেরিয়ার প্রয়োগ
মাগো
বল না মাগো বল না
এ দুনিয়ায় সবার চেয়ে কে বেশি মিষ্টি রাঙা?
আপেলের রঙটি রাঙা, টিয়ার ঠোঁটও তত রাঙা
সব চেয়ে রাঙা মাগো তোমার ঐ মিষ্টি চুমা।
এ দুনিয়ায় সব চেয়ে সবুজ, গাছের পাতা কি সবুজ টিয়া?
সবুজ আবিরের থেকেও সবুজ অবুঝ মন-এর সবুজ টিয়া।
ঘাসের ওপর শিশিরকণা মনে হয় যেন মিষ্টি পাওনা
তবু মাগো তুমি হাসলে পরে, সে হাসি হয় মিষ্টি ঝরনা।
কাকের থেকেও কালো কোকিল, কালো চুলের রঙ
কালোর চেয়েও আরও ভালো কালো মেয়ের রঙ।
আকাশ কালো বাতাস কালো, আঁধার নিশীথ রাত
যখন তুমি রাগ করো মা সব চেয়ে কালো সে রাত।
এ দুনিয়ায় সব চেয়ে বেশি কার মুখে মিষ্টি হাসি
সবাই সবার মতো হাসে, কেউ বা হাসে বাসি,
গুনগুনিয়ে মনভ্রমরা গান গেয়ে যায় আড়ালে
সব চেয়ে ভালো মায়ের হাসি দেখে নিয়ে রোজ সকালে।