‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
অস্থায়ী
আসা যাওয়া পথের মাঝে
সবই যখন খালি হাতে
তবে এত বাসনা কেন
চিরস্থায়ী যা নয় এ ধরাতে।
নিশ্চিন্ত তীরের পাশে বসে বসে
মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার থেকে,
ঝড়ের উত্তাল ঢেউয়ের সাথে
লড়াই করে বেঁচে থাকা অনেক সম্মানের।