‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
২১শে
ভাষা আন্দোলনের রক্তে রাঙা
২১শে ফেব্রুয়ারি
ওটা কি ভুলতে পারি?
বেঁচে থাকো ২১
আমাদের ২১শে ফেব্রুয়ারি
তোমায় ভুলতে নারি।
ভাষার মাঝেই ভাষার বাঁধন
ভাষার ভাষায় জীবন চেতন
ভাষাই মোদের মা।
নিজের ভাষায় কথা বলে
হৃদয়টা যেন যায় গো দুলে
ওটাই নিজের বাসা।
ভাষার চেতনা ভাষার মঞ্জরী
রবীন্দ্র-নজরুলের বঙ্গ সুন্দরী
যে ভাষা ললনা।
অনেক ভাষায় কথা বললেও
সব ভাষাকে ভালোবাসলেও
মাতৃভাষা ভুলি না।৷
ওটাই আমাদের সুপ্রভাত
ওটাই ভাতঘুম
শুভসন্ধ্যা-শুভরাত্রি হয়তো প্রতিদিন।
সূর্য সৌরভ সূর্য গৌরব
সূর্যাস্তের লাল আভায় আকাশ
ভাষার মতোই বাতাস।
যতদিন বাঁচবো ততদিন বলবো
মাতৃভাষাকে প্রণাম
আর ২১শে ফেব্রুয়ারিকে সালাম।