‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সীমান্তে ব্যর্থ বিএসএফ, অনুপ্রবেশকারীদের ধরছে রাজ্য সরকারই, সতর্ক প্রশাসন
কান্ডারি
সমুদ্রের অতল গহ্বরে দাঁড়িয়ে ছিলো কান্ডারি
এমন সময় প্রলয় ঝড়ে ডুবে যাচ্ছিল তরী।
যাত্রীরা সব প্রাণভয়ে ত্রাহি ত্রাহি করে ডাকে
কান্ডারি বলে ভয় পেয়ো না আমি তো আছি কাছে।
যাত্রীরা ভাবে হয়তো কান্ডারি ভুলিয়ে রাখছে তাদের
কান্ডারি বলে সাহস ধরো জীবন প্রিয় মোদের।
ঝড়ের সাথে পাল্লা দিয়ে কান্ডারি লড়ে যায়
কখনো বা তরী ডুবু ডুবু হয়, পাল বুঝি কেটে যায়।
নিজের সাথে লড়তে লড়তে কান্ডারি হাঁফিয়ে যায়
কখনো ভাবে প্রলয়ের কাছে সে বড় অসহায়।
তবু কান্ডারি মানসিক শক্তিতে মৃত্যুকে করে জয়
ঝড় থেমে যায় তরী চলে ভেসে, সবাই শান্ত হয়।
আস্তে আস্তে তরীখানা যখন ডাঙায় এসে থামে
যাত্রীরা বলে ধন্য কান্ডারি বেঁচে থাকো সম্মানে।
এই ভাবেই কান্ডারির জীবনে সাহস সঞ্চয় হয়।
সব বিপদকে তুচ্ছ করে সে জীবনকে করে জয়।