‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ফের বৈঠকে রাজি জানিয়েও শর্ত পেশ
সঙ্গীত-পিয়াসী
আমার জীবনসুধায়
হাসি-কলরবে
বাজে ঐক্যের তান
আমার কার্যধারার অবাধ গতি
দোলায় মোরে
ভোলায় আমার প্রাণ।
আমার মনের মনোমন্দিরে
আছে যজ্ঞশালা
আছে কর্মশালা।
সময়-স্রোতের স্রোতস্বিনী
গুচ্ছ রজনী
আমার পান্থশালা।
জীবন যুদ্ধের আজব যন্ত্রণা
ভোলায় গানের কলি
তবু গান ভালোবাসি
সঙ্গীত সুধার বড় তৃষ্ণা
নামে ছিলো কৃষ্ণা
আমি সঙ্গীত পিয়াসী।