‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-নীলিমার বুকে ব্রহ্মাণ্ডীয় সমারোহ
প্রতিবাদ
প্রতিবাদের আর এক নাম সিঙ্গুর
প্রতিরোধের আর এক নাম সিঙ্গুর
অত্যাচারের আর এক নাম সিঙ্গুর
আন্দোলনের আর এক নাম সিঙ্গুর
লড়ছো সিঙ্গুর লড়ে যাও
ভয় পেও না এগিয়ে যাও।
সবুজ আমরা দেবো না
কৃষক বিদ্রোহ মরে না।
বিপ্লবের মৃত্যু নেই জেনে রেখো
ওই মানুষ জাগছে খেয়াল রেখো।
ভয় দেখিয়ে জয় করা যাবে না
রাজশক্তির দাপট মোরা মানি না।
ভয় পেয়েছে ভীরুর দল
তাইতো ওদের বুলেট বল।
জমি দেবে না কৃষক দল
যতই মারো পাবে না ফসল।।
ভীরু ওরা ভীরু
ওদের পতন হয়েছে শুরু
জান দেবো জমি দেবো না
শোষক, শেষের শুরু।।