‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-প্রেমে বাধা, দাদাকে নৃশংস খুনে ফাঁসির সাজা হল ভাইয়ের
আকাশ ক্যানভাস
আকাশের ক্যানভাসে
চলেছে মেঘের স্রোত,
মেঘ মন্দাকিনী রুদ্রবসনে
রাগিণীর সুরে
চলেছে রঙের ভাসমান
ভাদ্রমেঘের জলভরা
মেঘ সন্ত্রাস-এর
বিকট চাউনি।
তুচ্ছ-তাচ্ছিল্য মাটিকে
ঝলসে দিচ্ছে।
ঝলসানো বিদ্যুৎ চমক
যেন জ্বালিয়ে দিচ্ছে
নিরীহ মানবিক প্রাণকে,
নিমেষের মধ্যে রক্তহিম
শরীরগুলো যাচ্ছে কুঁকড়ে
ভয়াল ময়াল মেঘ—
আকাশ তখন
চেনে না নিজেকে,
রঙ-তুলি-ক্যানভাস
ধরে নিয়েছে
স্তূপীকৃত মেঘকে।
তুলি টানবার নেই প্রয়োজন।
রঙ বাছার?
না দরকার নেই।
সবটাই নিজেরা নিজেরা
সঙ্ঘবদ্ধ হয়ে তৈরি।
টুকরো টুকরো ভেসে যাচ্ছে
গম্ভীর মেঘের
গোঁ ধরা ভ্রুকুটিতে
ক্যানভাসটা একেবারে
অসমাপ্ত কালো।
ক্যানভাস মুখ খোলে
না, না, আমার স্থান
এখানে নয়,
আমি তো মুক্ত আকাশের ক্যানভাস
আমাকে মুক্তি দাও,
আমি নীল আকাশের
ভেলায় ভাসতে চাই।
সেখানে ভাসতে ভাসতে
হয়ে যাব
একটা ছোট্ট
আকাশ-ক্যানভাস।
রঙ-তুলি ছাড়াই
তোমার আকাশের
টুকরো টুকরো মেঘে
আমাকে সাজিয়ে দাও।
আমি সাজব মেঘের সান্নিধ্যে
আমি থাকব স্নিগ্ধ হয়ে,
আমাকে ভয় দেখিয়ো না
আমি স্বস্তির মেঘ চাই।
আমি আকাশের ক্যানভাস,
আমাকে একটা
রামধনু উপহার দাও
ওটাই আমার রঙিন স্বপ্ন,
রঙিন ক্যানভাস।