‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সবচেয়ে পাতলা সোনার পাত
জলোচ্ছ্বাস
জলে জলে জলোচ্ছ্বাস
জলে জলে ধাক্কা
শব্দের প্রতিযোগিতায়
সব শব্দকে হার মানিয়ে দিচ্ছে
সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাস।
মাঘী পূর্ণিমার পূর্ণ চাঁদের আলোকে
ঝকঝক করছে সমুদ্র ও
তার চিকচিকে বালি,
নামটা তার বকখালি।
একেবারে নীরবে নিঃশব্দে
ভেসে চলেছে সমুদ্রের ঢেউ
কোলাহলের সুর লহরীতে
তৈরি করছে নবতালে
নব সুরমূর্ছনা কেউ।
কোথায় সেতার? আর
কোথায় গিটার?
কোথায় লাগে তবলা?
আর কোথায় একতারা?
যেন সমুদ্র সৈকতে ঢেউ-এর
সাথে শব্দের সঞ্চয়নে তৈরি
করছে সৃষ্টি সাধনার তারা।
সা রে গা মা পা
এসে গেলো সমুদ্র মা
আমাদের একেবারে কাছাকাছি
চলে এসেছে সমুদ্র মা।
ছিলাম জলের কত দূরে
কিন্তু সমুদ্রের ঢেউ জাগতে জাগতে
উৎসারিত হতে হতে
চলে এলো আমাদের আঙিনায় দ্বারে।
সমুদ্রকে অস্বীকার করবে কে?
কার এত ক্ষমতা?
প্রকৃতি মা তো
নিজেই জানেন না তাঁর কত শক্তি।
তিনি নিজেই ভাঙেন
নিজের রেকর্ড
তিনি নিজেই গড়েন
নতুন সৃষ্টি।
তাই সব থেমে থাকলেও
থেমে থাকে না প্রকৃতি মা
ও তার নব্য নব্য দৃষ্টি।