‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ওয়াকফ বিলের তীব্র বিরোধিতার রণকৌশল চূড়ান্ত, তৃণমূলের নেতৃত্বে আজ সংসদে মোদি সরকারকে কঠিন চ্যালেঞ্জ
সংগ্রাম
সংগ্রাম সংগ্রাম সংগ্রাম
জীবনের অপর নাম সংগ্রাম
সংকট পেরিয়ে চলতে হবে
পায়ে পায়ে পা ফেলে এগিয়ে যাবে,
মনকে দুর্বল ‘করো না।
না—না—হেরো না—হেরো না।
জীবন সংগ্রামে বাঁচতে হলে
সংকীর্ণতাকে দাও ঝেড়ে ফেলে
আস্থা হারিয়ে ফেলো না
না—না—ভেবো না—ভেবো না।
চারিদিকে দ্যাখো কত বিস্ময়!
দ্যাখো যদি করতে পারো জয়।
বিশ্বাস হারিয়ে ফেলো না
না—না—হেরো না, হেরো না।
একদিন সংগ্রাম শেষ হবে
বাঁচার মতো আলো দেখতে পাবে
দুর্যোগকে ভয় করো না।
না—না—হেরো না—হেরো না।