‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বইপাড়ার নববর্ষ-উৎসব
ব্যক্তিত্ব
ব্যক্তি ও ব্যক্তিত্ব
কোনটা কাকে
ইশারা করে?
ব্যক্তি তো তৈরি করে
সঠিক ব্যক্তিত্ব।
ব্যক্তিত্ব না থাকলে
সাহস দম পায়
কোথা থেকে?
জেদ তৈরি হয় কোন
বর্ষার প্লাবনে?
আর মনের তেজ?
তা তো আর এমনি জন্মে না,
তাকে গড়তে হয়।
গড়ার জন্য কাঠিন্য?
সঠিক?
তবে সবাই কি পারে?
পারে না।
কারণ মনটাকে গড়তে
এক বটবৃক্ষর দরকার,
আর সে বৃক্ষ শিকড়
থেকে গভীরে
শিকড়িত হয়,
শিহরিত হয়,
সঞ্চিত হয়
আর একদিন পরিণত হয়।
তেজি জেদ
অদম্য মানসিকতা
ভাঙতে পারে না,
উপড়াতে পারে না
সে ‘মনবৃক্ষকে’।
এটাই তো সম্পদের
শীর্ষ সম্পদ।
প্রাণের শিকড়ের গভীরতায়
সূর্যোদয়ের অভিমান
প্রাণ তৃষ্ণার তৃষি সঞ্চরে
আকাশের মুখে ঘাম।
দ্যাখো অদ্ভুত দৃশ্য
হামাগুড়ি মেঘের ইশারা
ফ্যালফ্যাল চোখে বাদল
আলো নেই আকাশ জোড়া।
কতক্ষণ চলবে এ অভিযান
সূর্য উঠতে হবে যে
আকাশ কায়দা করে বলে
হবে উদিত হবে রে।
আস্তে আস্তে জগৎ জাগল
জাগল প্রাণের সঞ্চার
সব অভিমান ভেঙে যায়
আলো মেলে জগৎ সংসার।