‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
ভিত্তিপ্রস্তর
জননীর বস্ত্রহরণ করে
তোমার ভিত্তিপ্রস্তর
মাতৃজটায় অশ্রু ঝরে
তোমার বুদ্ধি-নিথর।।
চিন্তা তোমার জলাঞ্জলি
তুমি আঁধারের যাত্রী
তোমার তড়িৎ চমকে
তুমি ভয়ঙ্কর রাত্রি।।
পরাজয় তোমার ডঙ্কা
তুমি পরাজিত সৈনিক
তুমি কলঙ্কের আষাঢ়
তুমি অশ্রুনদীর আশিক।।
তোমার তন্দ্রা তুমি
সাধারণের তুমি তুচ্ছ
তোমার অহঙ্কার তোমার
তুচ্ছ তোমার পুচ্ছ।
তোমার আয়োজনে সূর্যাস্ত
তুঘলকি তোমার বাহার
সবার আহার কেড়ে
ভিত্তিপ্রস্তর ক্ষণিকের আহার।।
তোমার জন্য তৈরি
দুরন্ত ঝটিকা দুপুর
তুমি যক্ষপুরীর ঐশ্বর্য
তুমি বিনাশের অঙ্কুর।।
তুমি দিনান্তের সন্ধ্যা
তুমি সর্বনাশের বারবেলা
তুমিই তোমার শেষ
ভিত্তিপ্রস্তর শেষের খেলা।।