‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-তীব্র তপন তাপে
ধূলিকণা
সকল তারা উঠল ফুটে চন্দ্রকলার মাঝে
ফুটলাম না শুধু আমি,
কারণ, আমি রাস্তার ধুলো—
যে ধুলোতে
আভিজাত্য হয়তো নেই
কিন্তু আছে
প্রাণভরা বিশ্বাস।
আমি রাস্তার ময়লা
কিন্তু সেই ময়লাতে
জন্ম নেয় মানবিকতা।
আমি রাস্তার কালি
কিন্তু সে কালিতে
অমাবস্যায় আঁতুড় ঘর হয় না।
আমি বাস্তব ধূলিকণা
যা সব সহ্য করলেও
সহ্য করে না
অপমান
অথবা
দাম্ভিকতা।
আমি রাস্তার লোক
এটা আমার অলংকার
আমি নীচুতলার লোক
ওটাই আমার জীবন
ওটাই আমার অহংকার।