দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-ধনিয়াখালিতে রাম-বাম ছেড়ে ৩২ পরিবার তৃণমূলে

ষড়যন্ত্রী নগরী

‘ষড়যন্ত্র নগরী’র সন্ত্রাসী শিকারির!
ঘুরে বেড়াচ্ছে শকুনির
আঁচল ধরে ধারবাকির কারবারিরা!
দুরভিসন্ধির অতল গহ্বরে
যাচ্ছে কর কলেবর শোক সন্ধানে।
ভাসান সুগন্ধে বধির
পচা গন্ধে গলিত শবদেহ
তাই খুঁজে বেড়াচ্ছে শকুনি।
অবিরাম চলেছে ষড়যন্ত্রীরা
‘ষড়যন্ত্র নগরী’র শিকারিরা
ভাষায় কর্কট কপটতা
সাজপোশাকে কলুষতা
চোখের তাকানো নিষ্ঠুরতা
মগজে তাদের বর্বরতা
চলনে আস্ফালন বারতা
চমকানোতে গর্জন কর্কশতা
হাসিতে মন্থরা কুটিলতা
সকালেই রাত্রির কালোর দুষিতা।
‘ষড়যন্ত্র নগরী’র চক্রান্ত
চলছে এগিয়ে দুর্দান্ত
বধ করার অভীপ্সায় অবিরত
ষড়যন্ত্র নগরী কোথায়?
জানতে চাও?
রাজধানীর রাজধানীতে বিখ্যাত।

Latest article