‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
বাঁচো
বাঁচো ও বাঁচতে দাও।
মহৎ চিন্তাধারার সঞ্চার হোক।
আমাদের বুদ্ধি ও মেধার সাথে
মুক্ত হোক সব শুভ।
চৈতালি ঝড়কে বৈশাখি তুফান
তুলতে দাও
চন্দন কাঠের সুশোভিত চন্দনা
তোমার আমার মাতৃবন্দনা।
জীবন জীবনকে শুদ্ধ করো
খুলে দাও বন্ধ দরজা
অভিষিক্ত হোক হৃদয় অভিষেক
সার্থক হোক শুভ ঝড়
তৃষিত হোক সঞ্চিত বারি
ঢেউগুলো হোক রাস্তা
বিচিত্র বৈচিত্র্যে চৈত্র পাবন
তৃষ্ণা ঘোচক সাধের তিস্তা
বাঁচো-বাঁচো-বাঁচো
প্রাণ খুলে বাঁচো
বাঁচতে দাও এ ধরণী
মাঝি ধরো হাল
ডুবতে দিও না
কখনও বাঁচার তরণী।