‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সহনশীল সমাজ গড়ার দিশারি রমজান
মিথ্যা
মিথ্যার চাদরটা সরিয়ে দাও
বড্ড গরম লাগছে।
কুকথা-কুসত্য কুমন্তব্যের ভাষায়
গর্দভশক্তি কলুষিত করছে।
কুৎসা, ঈর্ষা, উষ্মার
মাথাটা ঝিমঝিম করছে,
কালো চুলগুলো কেন কলুষিত
কুৎসাপক্ষ বাড়ছে।
শীর্ষাণু, ঈর্ষাণু বরিষণে
মাটির উৎসধারা তপ্ত,
বাঁধ ভেঙে দাও সব জীর্ণতার
জীবনকে করো আসত্ব ।