‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-রয়টার্স: ব্যাখ্যা কেন্দ্রের
মানবসাগর
ওগো সুদূরপারের দিশারি
সুর সাধনার কান্ডারি
ভবপারের ভবমানব গো।
সুর কাননের সুরসাথী
নীলপদ্মে তোমার আঁখি
মাঝদিয়ার মৎস্যকন্যা গো।
চন্দ্র-সূর্য আকাশ ভরা
মানবজাতির সব পরম্পরা
মানব সাগরে জন্ম নিও গো।