‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-‘গন্নাকাটা’ একটি জন্মগত ত্রুটি
মাপবে
কত ধানে কত চাল
মাপবে?
এসো যাচাই করি,
কাঁপবে।
তেলা মাথায় তেলকড়ি
জমাবে?
এই করেই তো ব্যবসা হলো
ভাববে?
কুৎসার শকুনের ভাগাড়
স্বভাবে?
জীবন যুদ্ধে লড়াই-এর চ্যালেঞ্জ
দেখবে?
ধমকানি ধামাকার উথাল পাতাল
সামলাবে?
না পারলে, কত ধানে কত চাল
মাপবে?