দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-কলকাতা লিগে আজ সামনে মহামেডান, ডুরান্ড নিয়ে আশায় কিবু

ভাবছো

ভাবছো কি আমি মরে গেছি?
না, আছি মেঘের কাছাকাছি
ভাবছো কি আছি নিরাশ্রয়ে নিদ্রায়
না, জেগে আছি মানুষের কাছাকাছি।।

আছি দ্যুলোকে – ভূলোকে মধ্যগগনে
নীরবে-নিঃশব্দে জগৎ পানে
হিমজড়িমা বাঁধন আছে অন্তর পানে
চেতনা আছে মোর অমল কিরণে।।

বাঁচায় নির্ভয় নিরহংকার ভাষা
আনন্দধারার আমোঘ প্লাবনে
শোন অমৃতপথযাত্রী মনের আশা
গহন মগন উৎসব ধারার অঙ্গনে।।

উঠেছে যে ঝড় তনুমন প্রাণে
জীবন তরণীর টানে ডোর গানে
চরণধ্বনি শুনি আপন মনে
সর্ব অভিলাসের অভিমানে।।

পথ জুড়ে আছে এ মনুষ্য জীবন
রুদ্ধ করবো সর্ব আঘাতকে
সর্বক্লান্তি সর্ব গ্লানি হবে দহন
জয় করবো সব ভয় ভীতিকে।।

অপেক্ষা জীবনে প্রদীপ জ্বালবেই
রজনী জাগবে মহা উৎসবে
পূর্ব গগনে জাগবে জাগৃতির সূর্য
জাগরিত হবে জাগরণের উৎসবে।।

Latest article