‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সুযোগ নষ্ট, ড্র ডায়মন্ড হারবারের
ভ্রুকুটি
চোখের তারায় কেন এত
অমাবস্যা?
কপালে সারি সারি ভাঁজ
ভুরু ভ্রুকুটির
বারোমাস্যা!
চোখের পাতা গেছে কুঁচকে
গাল দুটোতে জমেছে
ভরা ঈর্ষা!
কেন?
কেনই জানে না
চোখের তারা তো কালো
তবে তাতেও কেন অন্ধকার,
ওটা তো কালো হলেও
জগতের আলো।
যার দৃষ্টি আছে,
সে জানে তার মর্ম
আর যার থেকেও নেই
সে তো সর্বনাশী
রোদন ভরা এ আঁখিতে
স্বপ্ন ভেসে ওঠে বর্ষাতে
আলোকের আলোর ঝরনাতে
ভবিতব্যের হকিকতে
অমাবস্যা তারাতে সাময়িক
সত্য দৃষ্টিই তারার ভবিষ্যৎ।