‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
জন্মদিন
জন্ম দিন—শুভ জন্ম দিন
ফিরে আসুক বারবার,
ভালো থাকুন, সুস্থ থাকুন
শুভেচ্ছা সবার।
জন্ম দিন—প্রিয় জন্ম দিন
তোমার আমার সবার,
সুন্দর হোক সবার জীবন
রইল উপহার।