‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন
মরুভূমি
মগজে যাদের মরুভূমি,
হৃদয়ে তাদের সাহারা।
মনের দরজায় কাকের কা-কা
চোখের দৃষ্টিতে রৌদ্র খা-খা।
কানের পর্দায় শুধু কালো ঝড়
মুখের ভাষায় ‘খরা’ করকর।
মাথার চুলে বারুদের আতঙ্ক
নাকের গর্জনে যেন শব্দাতঙ্ক।
আলো যাদের পিত্তের মতো
শরীরের ভাষা তিক্ত-রিক্ত।
মানুষের কথা তাদের স্পর্শ করে না,
কারণ স্বার্থপর দৈত্যরা মরুর হায়না।