‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আজ দল নামাবে না মোহনবাগান
কেউ কাঁদবে না
ও ভরাদুপুর
তুমি ঘুমিও না
ও রাত তুমি
তুমি জাগাও না।।
ও দিবস রজনী
চোখ খোলো
ও সকাল
তুমি থেকো ভালো।।
ও গঙ্গা-পদ্মা
তুমি ভেঙো না
ও মেঘনা যমুনা
তুমি রেগো না।।
ও মাটি-মানুষ
তুমি কেঁদো না
ও মা ও মেয়ে
তুমি রেগো না।।
ও কৃষক শ্রমিক
তুমি ভেঙো না
বলো জান দেবো
ধান দেবো না।।
ও ছাত্র ও যুব
দায়িত্ব নাও না
ও নব প্রজন্ম
পথ দেখাও না।।
ও জন্মভূমি
তুমি ডাকো না
তুমি হাসো
কেউ কাঁদবে না।।