‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বাংলার মান বাঙালির সম্মান, পুজোর পর বনগাঁয় নাগরিক কনভেনশন
কুৎসিত
কুৎসার সন্ত্রাসে কাঞ্চনজঙ্ঘা দুঃখিত
কুৎসার উল্লঙ্ঘ আচরণে
সুপ্রভাতের কুয়াশাও সন্ত্রস্ত…
অপপ্রচারের ভ্রুকুটি ভঙ্গিমায়
বসন্ত পাহাড়ও লজ্জিত।
হিংসুটে দৈত্যের চরিত্রহননের বাগানে—
পাগলা গাছে বাবলা কাঁটা জন্মেছে।
ধর্ষিত ভাষার দংশনে
নিমপাতাও শিউরে উঠছে।
বিকৃত কুৎসার সাজানো নাটকে
চপলা চমকে হাসছে…
বিদায়বেলার শেষ লগনে
হিংসার দাবানল জ্বলছে।
স্বার্থপর দৈত্যদের বিষবাগানে
বিষদাঁত ভেঙে যাচ্ছে।
কুৎসার সন্ত্রাসের দমন-পীড়নে
নিজস্ব ব্যবসা বাড়ছে…