‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
সম্পদ
তোমার চোখের জলের সম্পদ
দাও, আমাকে দাও
ও যে বড্ড দামি সবার থেকে
ঝরতে দিও না, যত্ন নাও।
তোমার চোখের ঝরা জল
আমার হৃদয়ে আলোকিত
তোমার উপলব্ধির অনুভব
সারা পৃথিবীতে আলোড়িত।
তোমার শিহরনের ঝড়ে
প্রকৃতি মাতা উদ্ভাসিত
তোমার উত্তাল চোখের মণি
স্বপ্নভোরে উচ্ছ্বসিত।
তোমার একফোঁটা চোখের জল
মাটিতে মুক্তো ফলায়
তোমার চোখের চাউনি
সোনালি স্বর্গ ধরায়।
তোমার চোখের পাতায় পাতায়
হাজার তারার আলো
তোমার হিল্লোলিত চেতনার মাধুর্যে
আমার স্মৃতির আড়মোড়া ভাঙলো।
তোমার-আমার প্রতীক্ষার অবসানে
তুমি ও আমি কে?
আমার প্রিয় বিবেক ও আবেগ—
‘তুমি’—মাতৃভূমি যে!