‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
সৌরভ
বসন্তের সৌরভে
আসুন মিলি গৌরবে
বসন্তের রং সকালে
শুভ্র সূর্যের রৌদ্রোজ্জ্বলে।
হোলির রঙের রং দোলনে
ফুলের ছোঁয়ার ফুল লগনে
আবির ছোঁয়ার ধামসা মাদলে
সবাই মেতেছে রঙিন তালে।
মন-রাঙানো মন বিতানে
আবির আভার আবেশ আলিঙ্গনে
উৎসবে বসন্তের নবজাগরণে
চলেছে সবাই নতুনের প্রয়োজনে
মানুষ মেতেছেন যুগ সন্ধানে।
হাসছে সকাল হাসছে রৌদ্র
হাসছে হৃদয় মন
হাসছে আমার মনমন্দির
জাগছে আকাশ-বন।
দোলা দিচ্ছে আকাশ বাতাস
এসো সবাই উৎসবে মাতি
রঙিন শাড়িতে ভরুক নিঃশ্বাস
এসো জাগাই ঐক্য বিশ্বাস।।