দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-কড়া নিরাপত্তার মাঝেই কলকাতার বিভিন্ন ঘাটে তর্পণ

তিনি

বনরিনি বনলিনি
বনসাথি বনছায়া
বনবীথি বনগীতি
বনমালা বনমায়া।

বনদানি বনমানি
বনদিনি বনজিনি
বনচিনি বনবনি
বনরিনি বনতিনি।

Latest article