‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-কড়া নিরাপত্তার মাঝেই কলকাতার বিভিন্ন ঘাটে তর্পণ
তিনি
বনরিনি বনলিনি
বনসাথি বনছায়া
বনবীথি বনগীতি
বনমালা বনমায়া।
বনদানি বনমানি
বনদিনি বনজিনি
বনচিনি বনবনি
বনরিনি বনতিনি।