‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সিএবিতে নতুন ইনিংস সৌরভের
ফ্যান
রাস্তায় যাতায়াতে
কখনো সখনো এখানে ওখানে
কেউ কেউ বলেন
আমরা আপনার ফ্যান
মনে মনে ভাবি
এখন তো আমরা ফ্যান খাই না
আগে ভাত থেকে গালা হতো ফ্যান,
এখন তো প্রেসার কুকার
তবে কেন এতো ফ্যান? ফানাফানি!
যাতে আছে শুধুই কানাকানি।।
চালিয়ে যান, আমরা আছি
কতো মাতোয়ারা শব্দ
বোঝাতে চাইলেও বোঝাতে পারি না
কথার খেলার মারপ্যাঁচ জব্দ,
যাদের না আছে বিচক্ষণতা
অথবা মানবিক শক্তি
তারা সব এখন এককাট্টা
এসেছে এখন অকালবোধন
কীট-পতঙ্গেও এদের আসক্তি।।
একদিন একান্তে কখনো ভাবি
এদের কাছে কেন জগতের চাবি?
ভাবতে গেলেই খাই খাবি
কবে কোথায়, যাবো ভাবি
সত্যি অনেকে শুভেচ্ছা দিয়ে
যারা দিলো অধিকার
তাদের আমি ফ্যান
তাই তাদের নিয়ে স্বপ্ন দেখি
আবার ভাবি স্বপ্ন দেখা ভালো
তবে গভীর রাতে তাকিয়ে থাকি।।