‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-নবান্নে খোলা হল কন্ট্রোলরুম, আগামীকাল উত্তরে মুখ্যমন্ত্রী
জয় হোক
সরকার চলেছে রাস্তা ধরে
উজান পথে, তৃণমূল স্তরে।
কাজ করাটাই সবার কাজ
ভালোবেসে কাজ, মানুষের রাজ।
গণতন্ত্র বলীয়ান—মানুষের কোলে
নিমিত্ত আমরা, মানুষই কথা বলে।
মায়ের আঁচল, কন্যার স্নেহ
ওটাই পবিত্র, ভালোবাসার গেহ।
প্রতিযোগিতায় হোক কাজের বোঝাপড়া
আমি-তুমি তে সবাই ভরা।
কাজের গতিতে গতি সুন্দর
কর্মসৃষ্টিতে সভ্যতার আড়ম্বর।
হিংসা—দ্বেষ—বিদ্বেষ—গ্লানি
সর্বনাশ করে সুস্থতার কাহানি।
শান্তি রক্ষা করে মনের স্বাস্থ্য
ভালো কাজ করো থাকো সুস্থ।
মানুষকে ভালো রাখা সরকারের কাজ
সরকার চলে রাস্তায় আজ
হোক মানুষের জয়, জয়তু বাংলা
চলুক কাজ, চলুক মানুষের রাজ।।