‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-দেশে বিরাট, আজ অস্ট্রেলিয়া-যাত্রা
মা
স্বর্গাদপী গরীয়সী তুমি মা
জয় মা জগৎ জননী,
তোমার বরিষে তোমার হরষে
ধন্য মাতৃভূমি।
জয় মা, জয় মা,
তুমি তো বীরাঙ্গনা, শান্তি স্বস্তির
চাঁদমালা তুমি, ধরণী তুমি,
তুমি মা অনন্যা জয় মা, জয় মা।
জাগো মা ভুবনমোহিনী,
জাগো মা জীবনদায়িনী,
তানপুরা তুমি মা।
একতারা তুমি মা-গো
নেইকো তোমার তুলনা,
জয়মা-জয়মা-জয়মা।