‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
মূর্তি কটেজ
ডুয়ার্সের ঘরানার এক ঘরানা
নামটা তার মূর্তি
অনেকের মাঝারে নব্য সাজে
আতিথেয়তায় ভর্তি।
কত কটেজ, কত জঙ্গল
কতশত কিচির-মিচির
বৃক্ষশাখার লতায় পাতায়
ইকির-মিকির-কিকির।
গাছের নামে কটেজ এর নাম
কালাং-গামার-লালি,
পপলার-কমলা-জলপিপি
আরো কত কথাকলি।
মৌবাজ-বাটাল-নাকাটা—
কনক-কার্তুজ-টুন,
কুসুম-ঝোবি-ফুলটুসি
আর ভ্রমরার গুনগুন।
জিরিয়া-চন্দনা-জারুল
চাঁপা আর তিতির
আবার আছে করচেবক-হব্বা
পাখির কিচির-মিকির।
বয়রা-চিকরাশি গাছের মাঝারে
পাপিয়া পাখির ডাক
মূর্তির চারিপাশ ঘিরে চলেছে
মূর্তি নদীর হাঁক-ডাক।

