‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-চলন্ত ট্রেনে জওয়ানকে কুপিয়ে খুন করল কোচ অ্যাটেনডেন্ট
ঋণী
আজীবন ঋণী
কৃতজ্ঞতায় ঋণী
শ্রদ্ধার সঞ্জীবনী
ঋণী ধরণী।।
নির্জন বাতায়নে
সুরভিত সমীরণে
চিনির বিতরণে
কে আছে আজীবনে।।
আজীবন ঋণী
জন্মদাত্রীকে জানি
আজীবন ঋণী
ঋণী ধরণী।।
আজীবন ঋণী
চেনা সরণী
আজীবন ঋণী
গণদেবতাকে চিনি।।

