‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-মধুমেহ
তৃষা
মাটির ধূলিতে তৃষ্ণা সকতুর
উগ্র ধুলোর বিকলাঙ্গ বৃষ্টি রুক্ষ মাটিতে শুষ্কভূমি
পাপিষ্ঠ দৃষ্টি।
চুমকি চমকানোর রুদ্র অঙ্গে
সৈকত সৃষ্টি।
লক্ষ বাতির জাজ্জ্বল্যমান শিখার
মিষ্টি কৃষ্টি।
উথাল-পাতাল ঝড় সমুদ্রে
আকাশ কন্যার মেঘ-শিলাতে
উগ্র রৌদ্র বৃষ্টি
বিদ্যুৎ-এর চমকে হৃদয় উল্লাস,
উদ্ভাসিত মাটি সৃষ্টি।

