‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ইউপিআই প্রতারণা, অভিষেকের প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর নেই কেন্দ্রের
ভণ্ড
রাজনৈতিক চাতুর্যের ব্যাঘ্র বিপুলে
ঐশ্বর্যের ক্ষমতা সঙ্কুলে
রাজাসনে অভিষেক বীরভদ্রর
জনতার অর্থে অর্থকল্প
বাজনা থেকে সাজনা,
প্রিয়মবদা থেকে রাজমা—
চলেছে বৃহৎ চেয়ারের মেলা।
বিপুলায়তনে বাক্যবিস্তর
কথাকল্পে ভুরি ঝুড়ি ঝুড়ি
কিম্ভূতকিমাকার গোশালার কাদা
দুর্গন্ধের দূরভিষণের দস্তানা
ভাষণ গল্পের রেস্তোরাঁ।
রাশিফল ভারী,
একমুখ দাড়ি
ভণ্ড তপস্বীর
বীর দলবীর!

