‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-গ্লুকোমা সচেতনতায়
খোলা হাওয়ায়
আমার মনের মনোমন্দিরে
খোলা জানলায়,
ধুলো রেখে
দিয়ো নিশ্বাস।
সবাই যখন সূর্যমগনে
স্বর্ণ ধুলায় ধরায় ধরায়
আমি রাখি মম বিশ্বাস।
রাঙা রোদের নব কোলাহলে
ঘাসের আঁচলে
অরুণের স্নানে
দিও কিরণ তীর্থ
কেতকী আকাশের লাল আভায়
ঝাউফুলের কিনারায়
কৌতুকী মেঘেরা ডাকে
কবে উঠবে সূর্য?
কঙ্কাবতীর কাঁকন কঙ্কনে
রূপসী আলোয় মেলো,
জোনাকি ঝিঁঝির বাঁশবনে
সবাই থাকুক ভালো।
বট-অশ্বত্থের বৃষ্টি রৌদ্রে
মেঘে ঢাকা গাছগুলো।
অস্পষ্ট বাতাসে শান্ত থাকে
হৃদয়ে ভরে আলো।
আমলকি বনের স্বপ্নমায়ায়
রামধনু আকাশ ডাকে,
পাখির ডাকের কিচির মিচির
আমাকে দেখাক তাকে।
মাটির পৃথিবীকে ভালোবেসে
কাদামাটি মাখা
রৌদ্র বৃষ্টিতে
করল মোরে ধন্য।
তোমার মুক্ত
অবিরত সাজে
সবাই মোরা পুণ্য।

