‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আজ মাহেন্দ্রক্ষণ, ৬০ লক্ষ ভক্তের পুণ্যস্নান সারা
পৌষ পার্বণ
গোধূলির সোঁদালে সর্ষেখেতে
ভাত ঘুমের গোলাপি দেওয়াল
পৌষলক্ষ্মীর কুয়াশার ধোঁয়ায়
সন্ধ্যাবেলা মধ্যরাত্রির খেয়াল।
স্বপ্নসিঁড়ির ঘরের চালে
মাটি বিতানের জ্যোৎস্নায় আঁচল
মাতৃমার প্রসন্ন বদনে
পৃথিবীর উঠোন মা এ, সচল।
চাঁদের আলোকে সেজেছে
তাম্রকায় মানুষের দর্পণ
আকাশ সাগরে উড্ডীন তারাদল
মাটিকে করেছে অর্পণ।
সাঁঝবেলার শঙ্খ দিয়া
শীতকাতুরে ধানের গোলায়
উঁকি মারছে, হাসির ঝিলিক
পৌষ রাত্রি মেতেছে খেলায়।
ধানের খেতের কলস্বরে
পিঠে-পুলির আনন্দ প্রতি ঘরে
পৌষপার্বণের পরশ পাথরে
গ্রামের জীবন পূর্ণ করে।

