‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
ঝিলিম
বাঁশবাগানের মাথার উপরে
আলো দেখা যায় ওই
চাঁদের আলো, তারার ঝিলিক
ঝিলিক জাগে কই?
ঝিঁঝি পোকা ডাকে ঝিঁঝি
জোনাকি ডাকে চিঁ-চিঁ
ঘুমন্ত রাতে, ফুল ঘুমিয়ে
সবুজ ঘাস দলেছি।
ঝিলিম-ঝিলিম জেগে ওঠো
ঝিমির-ঝিমির নাচে।
সকাল বেলায় সবাই জাগে
ঝিলিম জাগে না-যে।
ঝিলিম সোনা ঘুমিয়ে ছিলো
মায়ের আদর পেয়ে
কেউ বোঝেনি শেষ এটা তার
শেষ-ঘুম গেছে ঘুমিয়ে।
বলতে পারো তোমার সবাই
ঝিলিম কোথায় আছে—
ঝিলিমের মুখ মনে করিয়ে দেয়
সে গেছে পরির দেশে।