‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বায়রনকে সংবর্ধনা
নিশীথ রাত
নিশীথ রাতের ঘন আঁধারে
সবাই যখন ঘুমিয়ে পড়ে
গগনবিহারী ডেকে নেয় মোরে
নিশীথ লহরীর রাস্তা পারে।
সবাই যখন ঘুমের ঘোরে
স্বপ্ন ছোঁয়ার পরশপাথরে
নিশ্চিত মনের নির্মল আধারে
সুরপাখি আসে সুরপথ ধরে,
শাওন রাতের বারিধারায়
আকাশে যখন বাদল ঘনায়
রাত্রি যখন থমকিয়া যায়
নিশিরাত ডাকে আয় ছুটে আয়
ঝিল্লিমুখর ঝিলিক মাঝে
ঘুম আসে না সে আঁখি পাতে
সংগীত হারা বিজন-রাতে
পারি না কেন এ পথ চলতে?
পথের নেশা, গানের ভাষা
জোগায় ভাষা মনের আশা
গানের স্বর্গের স্বর্গরাশি
নিশীথ রাত তোমায় ভালোবাসি।