‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বিএসএফের গুলিতে নিহত গ্রামবাসী, পরিবারের পাশে তৃণমূল
পৃথিবী
এ পৃথিবী নয়কো আমার
অথবা নয়কো তোমার
পৃথিবী তুমি কার
বা কাহার?
চোরাস্রোতের চেয়েও
তেজস্বিনী তোমার পথ
সময়ের থেকেও দ্রুত
তোমার মন-অভিরথ।
হিমালয়ের চেয়েও দীর্ঘ
তোমার উদাত্ত বক্ষ
কঙ্কাবতীর থেকেও দীর্ঘ
তোমার অঙ্ক কক্ষ।
একাকী অঙ্কের অঙ্কশী বর্ধন
তোমার দ্বার প্রান্ত
তবে কি শুধু তুমি তোমার
নিজস্ব নিজ সীমান্ত।।