‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-যারা মানুষকে ভাতে মেরেছে তাদের একটা ভোটও নয়
আপন
চোখের তারায় সূর্যের আলো
আঁখি মেলে দেখা যায়,
মণি-মুক্তোর আঁধারে আলোয়
চক্ষু জোছনা দেখতে শেখায়।
আঁখির মাঝে চন্দ্র-তারা
সব মোদের ঘরবাড়ি,
আঁখির মণি সর্বোচ্চ মণি
যা জীবন আলোর জীবন তরী।
জীবন হাসলে আঁখিও হাসে
কাঁদলে অশ্রুসাগর-
আঁখিতে আঁখিতে মিলন হলে
কথা বলে ইশারা বরাবর।
চোখের ভাষা, মনের ভাষা
ভাষা বন্ধনের প্লাবন,
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা
আঁখির সবাই আপন।