‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the da)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-কলকাতা থেকে জেলায় একুশের প্রচার জোরকদমে
ভুখা
ভুখা পেট
শোনে না ভাষণ
শিশু কাঁদে
শোনে মায়ের গর্জন!
বশ্যতা মানে না শিশু
মা মানে না অপেক্ষা
মানুষ যখন ভাষাহারা
তখন চলে না প্রতীক্ষা।
তীক্ষ্ণ তীরের তর্জনে
জনতা গম্ভীর গর্জনে
সজ্জন চলে সজনের টানে
চলেছে সবাই মাটির সন্ধানে।।
জনব্যথা, জনকথা
গণদাতা, গণত্রাতা
গণ আদালতে গণ দেবতা,
বেদুইনের দোলা
বড় খোলামেলা
যখন জ্বলে জ্বালা
তখন তুমি একেলা৷৷