দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla)শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day) । মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-মাঝেরহাট মেট্রো স্টেশনে চলছে শেষ পর্যায়ের কাজ, পুজোর আগেই কি সফর?

সরাও

ঔদ্ধত্যের স্পর্ধায় বারুদ।
এ বিস্ফোরক বায়ুস্তূপ
সূর্য-রশ্মির রাঙালো রঙে
যবনিকার যমদূত দুয়ারে,
কেউ কি ডাকছে?
না, না, সে তো আত্মগম্ভীর
গাম্ভীর্যের শরশয্যায় শায়িত
দেখতে পাচ্ছে সবাই,
কিন্তু কেউ ডাকছে না।
কেন জানো? প্রস্তর পথ
কণ্টক-কলঙ্কে পূর্ণ,
শূন্যতার হাহাকার।
ছায়া আছে, ছবি নেই।
অহংকার-এর অঙ্গদান
করবে কি কেউ?
নেবে কি কেউ?
হৃদবিহারী, অহংকারী
বজ্রাঘাতে, পক্ষাঘাতে আক্রান্ত,
এখুনি সরাও।

Latest article