দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’( (poem)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-মা

এ ধরণী

এ ধরণীর মাটির বাঁধন
বাঁধুক জোরে মোদের,
সোনার মাটির চেয়েও খাঁটি
দেশটা সবার নিজের।

এই মাটির প্রতি ধূলিতে
জন্ম নবজাগরণের
এই মাটির বীরত্ব পূর্ণে
ধন্য জন্ম মোদের।

এই মৃত্তিকায় বরণীয় সব
বীর সন্তানের দল
এই মাটিতেই গড়তে হবে
সফল সাধনার ফসল।

এই মাটিতেই জন্ম নিয়েছে
অনেক ইতিহাস দীক্ষা,
এই ধরণীই দিক সবারে
প্রকৃত মানব শিক্ষা।

Latest article