দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-সংবিধান দিবসে ভবনের দ্বারোদ্ঘাটন, অসহিষ্ণুতার অভিযোগ মুখ্যমন্ত্রীর

কলম
কলম তুমি সকাল সন্ধে
কেন আমায় ডাকো?
এত কাজের চাপেও তুমি
কেন মনে রাখো?
এখন তো সব কম্পিউটারে
কলমের খবর কে রাখে,
কোথায় তোমার সেই বঙ্কিম আবেগ
শতাব্দীর ক্লান্তিহীন পথ,
শতাব্দী পেরিয়ে গেলেও
হওনি কখনও নীরব।
চতুর্দিকে ছড়িয়ে আছে
তোমার সৃষ্টির আগুন,
তুমিই কৃষ্টি, তুমিই সৃষ্টি
বৃষ্টিতে তুমি ফাগুন।
বারে বারে নতুন অভিজ্ঞতা
নিয়ে এসো কলম বাহারে,
সাহারাতেও তুমি সজীব চেতনা
কলমকে রেখেছ মহান করে।

Latest article