আজ ভোররাত ৩টে ২০ মিনিটে মুম্বইয়ের যশলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজাগোপাল চিদাম্বরম (Rajagopal Chidambaram)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি পারমাণবিক শক্তি দফতরের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। রাজাগোপাল চিদাম্বরম ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিউট অফ সায়েন্সে তিনি পড়াশোনা করেছিলেন। তিনি ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর ছিলেন। ১৯৯৩ থেকে ২০০০ পর্যন্ত তিনি অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান, ভারত সরকারের পারমাণবিক শক্তি দফতরের সচিব পদে ছিলেন।
আরও পড়ুন-পুরুলিয়ার সীমানায় এবার আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার
১৯৭৫ সাল থেকে ১৯৯৮ সালের মধ্যে ভারতের পারমাণবিক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাজাগোপাল চিদাম্বরম। ভারতের পারমাণবিক কর্মসূচীর অন্যতম স্থপতি ছিলেন তিনি এবং ভারতের বৈজ্ঞানিক ও কৌশলগত সক্ষমতাকে শক্তিশালী করার ক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখেছিলেন রাজাগোপাল।
আরও পড়ুন-রেসকোর্স থেকে উদ্ধার যুবকের দেহ
প্রসঙ্গত, ১৯৯৪ থেকে ১৯৯৫ সালে তিনি বোর্ড অফ গভর্নরস অফ দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির চেয়ারম্যান ছিলেন। ১৯৭৫ সালে পোখরান ১ পরীক্ষার কোঅর্ডিনেটর ছিলেন তিনি। ১৯৯৮ সালে পোখরান ২-এর প্রস্তুতির কোঅর্ডিনেটরও ছিলেন তিনি। পোখরান ১ পরীক্ষার সময় রাজস্থানে সেই টেস্ট রেঞ্জ তৈরি করতে সেনাকে সাহায্য করেছিলেন তিনি। এদিকে ১৯৯৮ সালে ‘অপারেশন শক্তি’ পরিচালনার সময় পারমাণবিক শক্তি দফতরের প্রধান ছিলেন তিনি। ভারতে সুপার কম্পিউটার তৈরির বিষয়ের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।