প্রতিবেদন : কলকাতা লিগের শুরুতেই ধাক্কা খেল সবুজ-মেরুন শিবির। সোমবার পুলিশ এসির বিরুদ্ধে ০-১ গোলে হেরে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। গত মরশুমে লিগের সুপার সিক্সে পৌঁছতে ব্যর্থ হয়েছিল। এবারও প্রথম ম্যাচ হেরে কিছুটা হলেও চাপে পড়ল মোহনবাগান (Mohun Bagan)।
গতবার লিগে পুলিশ এসির কাছে হেরেছিল মোহনবাগান। তাই এই ম্যাচটা সবুজ-মেরুনের কাছে ছিল বদলার মঞ্চ। কিন্তু নৈহাটি স্টেডিয়ামে আয়োজিত প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল হজম করে বসে ডেগি কার্ডোজোর দল। পুলিশের হয়ে গোল করেন আমিল নইম। ৪৬ মিনিটের এই গোলটাই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিল।
অথচ ম্যাচের শুরুটা বেশ ভাল করেছিল মোহনবাগান। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সালাউদ্দিনের ক্রস আটকে দেন পুলিশের গোলকিপার সুরজ আলি। এরপর সাত মিনিটে সালাউদ্দিনের নেওয়া ফ্রি-কিক রুখে দেন সুরজ। ২৪ মিনিটে ফের সালাউদ্দিনের বাঁ পায়ের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর খেলার গতির বিরুদ্ধে বিরতির ঠিক আগে গোল হজম করে পিছিয়ে পড়ে মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেননি ডোগি কার্ডোজোর ফুটবলাররা। বরং দাপুটে ফুটবল খেলেছে পুলিশ। বিক্ষিপ্তভাবে কয়েকটি সুযোগ তৈরি করলেও, কাজের কাজটি করতে পারেননি মোহনবাগানের ফুটবলাররা। লিগের অন্য ম্যাচগুলোয় ক্যালকাটা কাস্টমস ৩-০ গোলে হারিয়েছে রেলওয়ে এফসিকে। জর্জ টেলিগ্রাফ ৩-২ গোলে হারিয়েছে বেহালা এসএসকে। অন্যদিকে, কালীঘাট এমএস ০-৪ গোলে হেরেছে সুরুচি সংঘের কাছে। পাঠচক্র ২-০ গোলে হারিয়েছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে।
আরও পড়ুন-যা ঘটেছে তাই বলেছি : নির্যাতিতা, ধর্ষণের অভিযোগে থানায় তলব কার্তিক মহারাজকে