গুজব ছড়াতেই তৎপর পুলিশ, ধৃত অভিযুক্ত

স্কুল সার্ভিসের পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে দায়িত্ব নিয়ে চক্রান্তকারীরা নেমে পড়ল মিথ্যাচার আর গুজবে।

Must read

প্রতিবেদন : স্কুল সার্ভিসের পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে দায়িত্ব নিয়ে চক্রান্তকারীরা নেমে পড়ল মিথ্যাচার আর গুজবে। তাদের সঙ্গে যে বিরোধী দলের যোগাযোগ পাওয়া যাবে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তৎপর পুলিশ-প্রশাসন সময় না দিয়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে। অরিন্দম পাল নামে ওই ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট করে মিথ্যা গুজব ছড়ানো শুরু করে। বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর তার কাছে রয়েছে।

আরও পড়ুন-ধরনায়-বিক্ষোভে উত্তাল ধর্মতলা চত্বর

ঘটনা নজরে পড়তেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তদন্ত শুরু করে। ধরা পড়ার পর জানা যায় অরিন্দম পাল নামে ওই জালিয়াত আসলে চন্দ্রকোনার মাংরুল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। প্রত্যক্ষভাবে বিজেপির সঙ্গে যুক্ত। পরীক্ষা ব্যবস্থাপনাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাতেই এই কাজটি সে করেছিল। পুলিশ হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। সমাজ মাধ্যমে পুলিশের তরফে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট করবেন না। কেউ যদি এই ধরনের মিথ্যাচার করে তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Latest article